পলাশ-ইভানার রাজকীয় লুকের রহস্য জানা গেল 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:৩৬ পিএম
পলাশ-ইভানার রাজকীয় লুকের রহস্য জানা গেল 

ছোটপর্দার জনপ্রিয় মুখ জিয়াউল হক পলাশ ও পারসা ইভানার রাজকীয় সাজের বেশ কিছু ছবি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। জমকালো ঐতিহ্যবাহী পোশাকে তাদের এই সম্রাট-সম্রাজ্ঞী লুক নিয়ে ভক্তদের মাঝে তৈরি হয়েছিল ব্যাপক কৌতূহল। অবশেষে জানা গেল তাদের এই রহস্যময় লুকের আসল কারণ। 

এর আগে পারসা ইভানা তার পেজে রাজকীয় সাজের ছবি শেয়ার করার পর থেকেই শুরু হয় জল্পনা। ভক্তরা ধারণা করেছিলেন এটি হয়তো নতুন কোনো নাটক বা সিনেমার দৃশ্য। তবে অভিনেতা জিয়াউল হক পলাশের সাম্প্রতিক ফেসবুক পোস্ট থেকে বিষয়টি পরিষ্কার হয়েছে। জানা গেছে, কোনো নাটক বা চলচ্চিত্র নয়, একটি জুসের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের মুহূর্ত ছিল সেগুলো।

পলাশের শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, ইনডোর সেটে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে চিত্রায়িত হচ্ছে বিজ্ঞাপনটি। সেখানে পলাশ ও ইভানাকে রাজকীয় ঢঙে ক্যামেরাবন্দি করা হয়েছে। তাদের ঘিরে থাকা লাইট, ক্যামেরা এবং শুটিং ইউনিটের উপস্থিতিও দেখা যায়।

সম্প্রতিই প্রচারিত হয় সেই বিজ্ঞাপনটি;  আর ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই জনপ্রিয় জুটির নতুন লুক দেখে নেটিজেনরা বরাবরের মতোই প্রশংসা করেছে।

উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন পলাশ ও ইভানা জুটি। নতুন এই বিজ্ঞাপনচিত্রটিতে তাদেরকে নতুন লুকে দেখায় বর্তমানে আলোচনায় তারা।

Link copied!